kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

আসাদুজ্জামান নূরের আবৃত্তি সামাজিক যোগাযোগ মাধমে

কালের কণ্ঠ অনলাইন   

৯ এপ্রিল, ২০২০ ১৪:১২ | পড়া যাবে ১ মিনিটেআসাদুজ্জামান নূরের আবৃত্তি সামাজিক যোগাযোগ মাধমে

দেশের জনপ্রিয় ও নন্দিত আবৃত্তিশিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একটি নতুন কবিতা আবৃত্তি রেকর্ড করেছেন। কবি মিনার বসুনিয়ার ‘ইশ্বর হোক সবার’ শিরোনামের এই কবিতার আবৃত্তি সবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মুক্ত করে দিয়েছেন। 

এই আবৃত্তি প্রসঙ্গে আসাদুজ্জামান নূর কালের কণ্ঠকে বলেন, এই করোনা প্রাদুর্ভাবের সময়ে মানুষ ঘরে অনেকটা বন্দী অবস্থায় সময় কাটাচ্ছে। এই সময়টাকে সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই কবিতাটি আবৃত্তি করে সবার জন্য উম্মুক্ত করা হয়েছে। তিনি জানান, দুই একদিনের মধ্যে আরেকটি কবিতা আবৃত্তি রেকর্ড করে সবার জন্য উম্মুক্ত করা হবে। 

মন্তব্যসাতদিনের সেরা