kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন : ডিপজল

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০২০ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেযাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন : ডিপজল

অস্বচ্ছল মানুষদের সহযোগিতা করতে করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগের এই সময় অনেক তারকা এগিয়ে এসেছেন। এবার চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসহায় হয়ে পড়া চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ালেন।

ডিপজল বলেন, চলচ্চিত্রের কাউকে না খেয়ে থাকতে হবে না। যতদিন প্রয়োজন হবে আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাবো। আমি সবাইকে আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন।’

ডিপজল বলেন, এ বিষয়গুলো গোপন থাকাই ভালো। তা না হলে জাহির করা হয়। লোক দেখানো বিষয়ে পরিণত হয়। এমন কাজ আমার পছন্দ নয়। আমি আমার সাধ্যমতো আমার চলচ্চিত্রের মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো তাদের পাশে থাকবো। আর এটা বলারও বিষয় নয়।

মানুষের পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা মানসিকতার বিষয়। আর মানুষের পাশে দাঁড়ানো সহজ বিষয় নয়। এ সক্ষমতা আল্লাহ সবাইকে দেন না। অনেকের সক্ষমতা থাকলেও মানুষের পাশে দাঁড়ান না। এটা তার মানসিকতার ব্যাপার। আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে।’

মন্তব্যসাতদিনের সেরা