kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

শুটিং বন্ধ, করোনা রুখতে নার্সের কাজে যোগ দিলেন অভিনেত্রী!

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০২০ ১৬:৪৭ | পড়া যাবে ১ মিনিটেশুটিং বন্ধ, করোনা রুখতে নার্সের কাজে যোগ দিলেন অভিনেত্রী!

ভারতজুড়ে চলছে লকডাউন। তাই সব ছবি, সিরিয়ালের শুটিং বন্ধ। এই সময়টা সব অভিনেতা, অভিনেত্রীরাই বাড়িতে বসে সময় কাটাচ্ছেন। তারই মধ্যে নজির গড়লেন শিখা মালহোত্রা নামোর এক অভিনেত্রী। শিখা এখন মুম্বাইয়ের এক ট্রমা সেন্টারে নার্স হিসেবে কাজ করছেন। যত্ন নিচ্ছেন করোনা আক্রান্ত রোগীদের।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়ে যোগ দেওয়ার আগে শিখা দিল্লির সফদরজঙ্গ হাসপাতাল থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। তাই অভিনয় আপাত স্থগিত হতেই তিনি অর্জিত শিক্ষা কাজে লাগাতে কাজ করে যাচ্ছেন।

বিশ্বব্যাপী চলছে মহামারি। ভারতের পরিস্থিতিও একটু একটু করে খারাপের দিকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকতে নিজের জীবনের ঝুঁকিকে তুচ্ছে করে কাজ করছেন শিখা মালহোত্রা।  তবে এখন তিনি আর অভিনেত্রী নন। তিনি একজন সেবিকা।

বিজ্ঞানে স্নাতক শিখা নার্সিং প্রশিক্ষণও নিয়েছিলেন। এখন সেই শিক্ষা কাজে লাগাতে পেরে তিনি গর্বিত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শিখা। একই সঙ্গে তিনি সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধও করেছেন। বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন যেমন নির্দেশ দিয়েছে তা যেন সকলে মেনে চলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা