kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

রুদ্রনীলের কান্নাকাটির ভিডিও, পরে ডিলিট

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০২০ ১৫:৫৭ | পড়া যাবে ২ মিনিটেরুদ্রনীলের কান্নাকাটির ভিডিও, পরে ডিলিট

ভারতের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে, কান্নাভেজায় গলায় কাতর আর্জি জানাচ্ছেন ঘরবন্দি রুদ্রনীল ঘোষ। সোমবার ফেসবুকে এমনই একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। যেখানে বারবার রুদ্রনীলকে বলতে শোনা গেল, 'এদের কথা একটু ভাবুন'। করোনাভাইরাসের জন্য যখন দেশজুড়ে লকডাউন। তখন এদের কথাও ভাবা দরকার বলে মনে করেন এরা। কারণ তাঁরাও নাগরিক। তাদের কষ্ট কেউ বুঝতে পারছে না। কিন্তু তাঁরা কারা? দীর্ঘ সাড়ে তিন মিনিট রুদ্রনীলের এই কান্নাকাটি শোনার পর আপনিও ভিরমি খেতে পারেন যে আদতে কাদের কথা বলছেন রুদ্রনীল। 

অবশেষে অভিনেতা সেই রহস্য ফাঁস করে জানান- এঁরা হল সেই সব মানুষজন মানে পাবলিক যারা চার ঘণ্টার বেশি বাড়িতে থাকে না, পাশাপাশি সেই সব রূপসীদের যারা মেক-আপ আর পার্লার ছাড়া কিছুই বোঝে না। সেই সব পার্টি প্রিয় মানুষজন যারা সারাদিন সেলফি তুলতে ভালোবাসেন তাদের কথা ভেবেই এই কান্না রুদ্রনীলের।

আসলে পার্টি প্রিয় মানুষদের ট্রোল করতেই এই ভিডিযওটি বানান রুদ্রনীল। অনেকেই এই ব্যাঙ্গাত্মক ভিডিযওটি পছন্দ করেছেন, কিন্তু পছন্দ না করা  করা লোকের সংখ্যাটাও নেহাত কম নয়। করোনা আক্রান্তের সংখ্যা যেখানে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে এই ধরণের ট্রোলিং অনেকের কাছেই ভাঁড়ামো মনে হয়েছে। যদিও মুহূর্তেই এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। শেষমেষ ভিডিওটি নিজের ফেসবুকের দেওয়াল থেকে ডিলিট করে দেন রুদ্রনীল।

রুদ্রনীলের এই ভিডিও শেয়ার করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখেছিলেন, 'রুদ্র এইসব কেটে গেলেও তুই বাইরে বার হস না, গণধোলাই খাবি'।

মন্তব্যসাতদিনের সেরা