kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

করোনার সময়ে পথে নামলেন নুসরাত, করলেন মাস্ক বিলি

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০২০ ২২:২৮ | পড়া যাবে ১ মিনিটেকরোনার সময়ে পথে নামলেন নুসরাত, করলেন মাস্ক বিলি

চারিদিকে এখন করোনাভাইরাসের আতঙ্ক। ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভয়ানক ভাইরাস। এই ভাইরাস থেকে বাঁচার একটাই উপায়, তা হলো নিজেকে সুরক্ষিত রাখা। হোম কোয়ারেন্টিন করা নিজেকে। মাস্ক পরা, হাত ধোয়ার মতো নিয়মগুলো খুব কঠিনভাবে মানতে হবে আগামী কয়েকটা সপ্তাহ। আর এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য এবার পথে নামলেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।

ভারতের এমন অনেক মানুষ আছেন যারা চাইলেও নিজেদের গৃহবন্দি করতে পারছেন না। তাদের পাশে দাঁড়ালেন নুসরাত। তিনি পৌঁছে গেলেন ফুলের বাজারে। রাস্তায় নামলেন নুসরাত। সকলের হাতে তুলে দিলেন মাস্ক। 

নুসরাত নিজেও মাস্ক পরে রয়েছেন। সেই সঙ্গে রাস্তায় নেমে তিনি মানুষকে মাস্ক পরিয়ে, স্যানিটাইজার ব্যবহার শিখিয়ে সচেতন করলেন। নুসরাত এই ছবি তার টুইটারে শেয়ারও করেছেন। সকলকে আবেদন জানিয়েছেন সর্তক থাকার জন্য।

মন্তব্যসাতদিনের সেরা