kalerkantho

সোমবার  । ১৬ চৈত্র ১৪২৬। ৩০ মার্চ ২০২০। ৪ শাবান ১৪৪১

মুজিববর্ষ উপলক্ষে মুক্তি পাচ্ছে 'চল যাই'

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:১৯ | পড়া যাবে ১ মিনিটেমুজিববর্ষ উপলক্ষে মুক্তি পাচ্ছে 'চল যাই'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৬ মার্চ মুক্তি পাচ্ছে চলচ্চিত্র 'চল যাই'। বঙ্গবন্ধুর একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হূতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

এ প্রসঙ্গে অভিনেতা মিলন বলেন, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প 'চল যাই'। গল্পটি অসাধারণ। মন ছুঁয়ে যাওয়ার মতো। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। সে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি।

ছবিটির অন্যতম অভিনেতা সাব্বির হাসান লিখন বলেন, এই তরুণ প্রজন্মকে কেন্দ্র করে গল্পের মোড় ঘুরে গিয়ে এমন একটি জায়গায় দাঁড়াবে যেখানে তার মনে প্রশ্ন তৈরি হবে সে আসলে কে। এই সিনেমাটি এতো চমৎকার কনসেপ্ট নিয়ে করা হয়েছে যেখানে টানা বসে দেখতে ইচ্ছে হবে, ক্লান্তির জায়গা নেই।

গত ২২ ফেব্রুয়ারি 'চল যাই' চলচ্চিত্রের ট্রেলার উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একই চ্যানেলে পাওয়া যাচ্ছে ছবির গানচিত্রগুলো।

মন্তব্যসাতদিনের সেরা