kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

বিটিভিতে ভাষা দিবসের নাটক ‘ভাষা’

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৮ | পড়া যাবে ১ মিনিটেবিটিভিতে  ভাষা দিবসের নাটক ‘ভাষা’

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর বিনম্র চিত্তে দিনটি পালন করে থাকেন বিশ্ববাসী। স্মরণ করা হয় ভাষা শহীদদের। বিশেষ এই দিন উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনেও  একুশে ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক। নাটকের নাম ‘ভাষা’। সৈয়দ মনজুরুল ইসলাম রচিত নাটকটির পরিচালনা করেছেন শাহ্ জামান। এই নাটকে প্রমিত বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

নাটকে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, হাফিজু রহমান সূরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, নিথর মাহবুব, তাহমিনা সুলতানা মৌ শানারাই দেবী শানু, সূচনা শিকদার, তপন, শিশুশিল্পী তুর্যসহ অনেকে। 

মন্তব্যসাতদিনের সেরা