kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

‘তোমার ঢপে ধরা খাইসি!’ সৃজিতকে নিয়ে মিথিলার কবিতা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ২১:১৯ | পড়া যাবে ১ মিনিটে‘তোমার ঢপে ধরা খাইসি!’ সৃজিতকে নিয়ে মিথিলার কবিতা

ডিসেম্বরের গোড়াতেই বিয়ে সেরেছেন সৃজিত ও মিথিলা। নতুন এই দম্পত্তি নানা কারণে সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হচ্ছেন। আর সেই ধারাবাহিকতায় এবার কবিতা লিখে শিরোনামে উঠে এসেছেন এই দম্পতি।

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে কবিতা লিখলেন মিথিলা। আর এই কবিতা তিনি লিখলেন স্বামী সৃজিতের জন্য। মিথিলার এই কবিতা পরে নেটিজেনদের জল্পনা-কল্পনা। কেউ কেউ সৃজিত-মিথিলার প্রেমে মাখা সংসার দেখে একেবারে আপ্লুত! 

মিথিলা লিখেন, ‘তোমার খেয়েছো? আমার খাইসি। তোমার নেমন্তন্নে, আমি গেসি। তোমার বাড়িকে বাসা বানাইসি... তোমার ঢপে ধরা খাইসি!’ 

এর আগে সৃজিতকে প্যাঁচা বলে সম্বোধন করেন মিথিলা! সম্বোধন করেই ক্ষান্ত হননি। স্বামীকে প্যাঁচা ডেকে নিজেকে প্যাঁচার প্যাঁচানি বলে লিখেছেন। 

দেখুন মিথিলার কবিতা-

মন্তব্যসাতদিনের সেরা