kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

নতুন ভূমিকায় যুবরাজ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:১০ | পড়া যাবে ২ মিনিটেনতুন ভূমিকায় যুবরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কয়েক বছর আগেই। গত বছর আইপিএল থেকেও সরে দেওয়া দাঁড়িয়েছেন। বাইশ গজে তাকে শুধু দেখা যাব কেবল মাত্র টি-১০ লিগে। কিন্তু এবার থেকে নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে।

অভিনয়ে পা রাখতে চলেছেন ২০১১ বিশ্বকাপের নায়ক। তবে সিনেমায় নয়, যুবরাজকে দেখা যাবে নতুন এক ওয়েব সিরিজে। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন তার স্ত্রী হেজল কিচও। তবে এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন যুবরাজের ভাই জোরাভার। এতে দেখা যাবে যুবরাজের মা শবনম সিংকেও। যুবরাজের বাবা যোগরাজ সিং এক সময় অভিনয় জগতের পরিচিত নাম ছিলেন।

মঙ্গলবার গুয়াহাটিতে প্রযোজক সংস্থার পক্ষ থেকে একথা জানান নীতা শর্মা। সংবাদ সম্মেলনে যুবরাজের মা শবনমকে পাশে নিয়ে নীতা শর্মা বলেন, যুবরাজ ও তার পরিবারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। আমাদের লক্ষ্য হল, অসামের উঠতি প্রতিভাদের তুলে ধরা।

যুবরাজের মা ছেলের ওয়েব সিরিজে অভিষেক নিয়ে বলেন, সবাই বিশ্ব দেখবে আসল যুবরাজ ও জোরাভারকে। ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র জোরাভার ঘিরে। মা হিসেবে আমার দুই ছেলে এবং পুত্রবধূকে নিয়ে আমি ভীষণ গর্বিত।

মন্তব্যসাতদিনের সেরা