kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

চলে গেলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা তাপস পাল

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:০১ | পড়া যাবে ১ মিনিটেচলে গেলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা তাপস পাল

চলে গেলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। আজ মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

মাত্র ২২ বছর বয়সে তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তাঁর অভিনীত ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’ তুমুল জনপ্রিয়তা পায়। 

২০০৯-এ তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। 

সূত্র: আনন্দবাজার

মন্তব্যসাতদিনের সেরা