kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

কার্তিককে কোলে তুলল সারা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:০৬ | পড়া যাবে ১ মিনিটেকার্তিককে কোলে তুলল সারা

লাভ আজকাল পার্ট টু-সিনেমার প্রমোশনে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান আর সারা আলী খান। সিনেমাটির এই জুটি তখন এমন এক কাণ্ড করে বসলেন, উপস্থিত সবাই তাজ্জব হয়ে যান।

জি নিউজ জানায়, কার্তিককে রীতিমতো কোলে তুলে নিলেন সারা। একবারে তো পারলেন না, কয়েকবার চেষ্টার পর অবশেষে সফল হলেন তিনি।

এদিকে কার্তিককে সারার কোলে নেয়া এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে ধরা পড়ে দুজনের মধ্যে রসায়ন। এক সঙ্গে দারুণ উপভোগ করছেন তারা।

আবার এমন গুঞ্জনও আছে লাভ আজকাল পার্ট টু-এর শুটিংয়ের মাঝেই নাকি বিচ্ছেদ হয়ে যায় দুজনের মধ্যে। তবে সিনেমার পরিচালক ইমতিয়াজ আলী জানান, কার্তিক-সারা যে এক অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তা তিনি জানতেই না। ফলে কার্তিক-সারার সম্পর্ক নিয়ে তার কোনো বিষয় জানার নেই বলেও স্পষ্ট জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা