kalerkantho

সোমবার । ৪ ফাল্গুন ১৪২৬ । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ২২ জমাদিউস সানি ১৪৪১

একুশে বই মেলায় শাহনাজ রানুর 'প্রযত্নে কালো শাড়ি'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১১:০৩ | পড়া যাবে ১ মিনিটেএকুশে বই মেলায় শাহনাজ রানুর 'প্রযত্নে কালো শাড়ি'

জয়পুরহাটের কৃতি সন্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শাহনাজ আখতার রানুর দ্বিতীয় কবিতাগ্রন্থ 'প্রযত্নে কালো শাড়ি' অমর একুশে বইমেলা ২০২০ প্রকাশিত হয়েছে। বাংলা এবং ইংরেজি কবিতার আয়োজনে কাব্যগ্রন্থটি প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের সময় প্রকাশনীর ২৭ নং প্যাভিলিয়নে বইটি ১৬ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাচ্ছে। আধিবিদ্যক বা আধ্যাত্বিক, আবার প্রেম আর প্রকৃতি নিয়ে সমসাময়িক ভাবনা, শহুরে জীবনের যান্ত্রিকতা,আধুনিক সময়ের অর্থহীনতা এসবই "প্রযত্নে কালো শাড়ি "র উপজীব্য বিষয়।

মফস্বল এলাকায় বড় হওয়ার সুবাদে প্রচলিত সমাজের নারী পুরুষ বৈষম্য তার ভাবনার জগতকে যেমন প্রভাবিত করেছে তেমনি লেখনির মাধ্যমে করেছেন প্রতিবাদ। বাবার প্রশ্রয়ে আর মার শাসনে বড় হওয়া কবি পড়াশোনা করেছেন রাজশাহী বিভাগের ইংরেজি বিভাগে। ছাত্রজীবন থেকেই নাটক,বিতর্ক ও লেখালেখির সাথে ছিল তার সখ্য।

এর আগে লেখকের প্রথম কবিতাগ্রন্থ "নোনতা চোখের গল্প" গত বছর প্রকাশিত হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা