kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

শাশুড়িকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে বেড়াতে গেলেন শুভশ্রী

কালের কণ্ঠ অনলাইন   

২৮ জানুয়ারি, ২০২০ ১৭:০১ | পড়া যাবে ২ মিনিটেশাশুড়িকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে বেড়াতে গেলেন শুভশ্রী

শাশুড়ি লীলা চক্রবর্তীর সঙ্গে বউমা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধুত্বের কথা হয় এতদিনে অনেকেরই জানা। কখনও রাজ, কখনও আবার শুভশ্রী, কখনওবা রাজ-শুভশ্রীর ফ্যানক্লাবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে টলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি এবং তাঁর পরিবারের নানান মুহূর্ত। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে শাশুড়ি-বউমা অর্থাৎ শুভশ্রী ও লীলাদেবীর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, নিজে গাড়ি চালিয়ে শাশুড়িমা লীলাদেবী ও শ্বশুরমশাই কৃষ্ণশঙ্কর চক্রবর্তীকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছেন শুভশ্রী, তাঁর পাশের সিটে বসে রয়েছেন শাশুড়িমা লীলা চক্রবর্তী, আর শ্বশুরমশাই বসে রয়েছেন পিছনের সিটে। তবে বাবার পাশে রয়ে ভিডিওটি যে রাজ চক্রবর্তীই করেছেন, তা অনুমান করা যায়। ভিডিওটি অবশ্য বেশকিছুদিনের পুরনো। তবে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।

বেশকিছুদিন আগেও জ্বর গায়ে স্ত্রী শুভশ্রীর তাঁর মায়ের কোলে শুয়ে শিশুদের মতোই আদর খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও।

এর আগেও নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে তাঁর মায়ের সঙ্গে স্ত্রী শুভশ্রীর ছোটছোট ভাগ করে নেওয়া ভালোবাসার নানান ছবি পোস্ট করেছেন রাজ। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা