kalerkantho

শুক্রবার । ১৫ ফাল্গুন ১৪২৬ । ২৮ ফেব্রুয়ারি ২০২০। ৩ রজব জমাদিউস সানি ১৪৪১

বিকি কৌশলের সাথে ক্যাটরিনা

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০২০ ১২:৪০ | পড়া যাবে ১ মিনিটেবিকি কৌশলের সাথে ক্যাটরিনা

পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হন বিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সেই ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল সা ইটে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে শুরু হয় জোরালো গুঞ্জন।

কেউ ক্যাটরিনা এবং বিকিকে একসঙ্গে 'মিস্টার অ্যান্ড মিসেস কৌশল' বলে সম্মোধন করতে শুরু করেন। কেউ আবার তাঁদের 'ভিকক্যাট' বলে সম্মোধন করতে শুরু করেন। কেউ আবার জিজ্ঞাসা করেন, ক্যাটরিনা তো বিকির সঙ্গে ভিড়ে গেলেন, এবার সালমানের কী হবে? যদিও ভক্তদের একাদিক প্রশ্নের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি ক্যাটরিনা কাইফ কিংবা বিকি কৌশলকে।

তবে পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনে বিকি এবং ক্যাটরিনা ছবি ঘিরে সোশ্যাল সাইটে জোর শোরগোল শুরু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা