kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

মারা গেছেন রক-এর বাবা রকি জনসন

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০২০ ১৫:৩৮ | পড়া যাবে ১ মিনিটেমারা গেছেন রক-এর বাবা রকি জনসন

'রক' খ্যাত ডোয়াইন জনসনের বাবা কিংবদন্তি রেসলার রকি জনসন মারা গেছেন। বুধবার ৭৫ বছর বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন।

এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন ডোয়াইন জনসন। সোশ্যাল মিডিয়ায় ডোয়াইন জনসন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন আমার বাবার কী হয়েছিল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঠাণ্ডা আর সংক্রমণ ছিল। মঙ্গলবার তার ডিপ ভেইন থ্রমবোসিস হয়েছিল।

এতে প্রথমে তার পায়ে রক্ত জমাট বাঁধে। ধীরে ধীরে সেটা পুরো শরীরে ছড়িয়ে যায়। ফুসফুসেও রক্ত জমে গিয়েছিলো। এরপর ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে পৃথিবী ছেড়ে যান তিনি।’

তিনি আরও বলেন, ‘খুব দ্রুত চলে গেলেন তিনি। কিন্তু বেশীদিন ভুগতে হয়নি। এটাই সান্ত্বনা আমার জন্য।’

এদিকে ডোয়াইন জনসন বর্তমানে ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও ডিসি ইউনিভার্স ফিল্মের ‘জঙ্গল ক্রুজ’ এবং ‘রেড নোটিস’ ছবির কাজও করছেন।

মন্তব্যসাতদিনের সেরা