kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

দেড় বছর ধরে প্রেম করছেন রোশান!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০২০ ১৪:৪৯ | পড়া যাবে ২ মিনিটেদেড় বছর ধরে প্রেম করছেন রোশান!

এ সময়ের জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান। বেশকিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে। দেবের সঙ্গে ওপার বাংলার ছবিতেও অভিনয় করেছেন। তবে এবার আলোচনায় এলেন নিজের প্রেমিকাকে নিয়ে। প্রেম নিয়ে এর আগে কখনো রোশান মুখ না খুললেও এবার জানালেন, গত দেড় বছর ধরে প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নায়ক। মেয়ের নাম তাসনিম ঈশা।  দেড় বছরের প্রেমের সম্পর্ক। দুজনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। 

রবিবার এ নায়কের প্রেমিকার জন্মদিন। জন্মদিন উপলক্ষে শনিবার মধ্যরাতে রাজধানীর একটি রেস্তোরাঁতে পার্টির আয়োজন করেন রোশান। সেখানে রোশানের প্রেমিকাসহ আরো উপস্থিত ছিলেন দুজনের কাছেরজনরা।

বিয়ের পরিকল্পনা জানিয়ে রোশান বলেন, 'বিয়ে এখনই ভাবছি না। ক্যারিয়ারের  উঠতি সময় চলছে। নতুন বছরে বেশ ভালো ভালো কিছুর ছবির সঙ্গে যুক্ত হয়েছি। আরো কিছু ছবির কথাবার্তা চলছে। সময়টাকে কাজে লাগাতে চাই। বিয়ের পরিকল্পনা করে রেখেছে। তিন বছর পর বিয়ে করবো।' 

জানা গেছে, তাসনিম ঈশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে (৮ম সেমিস্টার) পড়ছেন। এছাড়াও ২০১৭ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। 

রোশান বর্তমানে ‘ওস্তাদ’, ‘অপারেশন সুন্দরবন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়াও সম্প্রতি শুরু করেছেন অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার শুটিং।

মন্তব্যসাতদিনের সেরা