kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ৭৫ বছরের সেই অভিনেতা!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জানুয়ারি, ২০২০ ২১:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ৭৫ বছরের সেই অভিনেতা!

৭৫ বছর বয়সে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায় (৪৯ বছর) বিয়ের পিঁড়িতে বসেছিলেন গতকাল বৃহস্পতিবার। কিন্তু বিয়ের ২৪ ঘণ্টা না যেতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে দীপঙ্করকে।

বিয়ের আগে থেকে বহু বছর ধরেই তারা একসঙ্গে থাকতেন। বৃহস্পতিবার হাইল্যান্ড পার্কের পাশে এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আয়োজন হয়। কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে রেজিস্ট্রি করেন।

বিয়ের ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছেন।

সূত্র: জি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা