kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

‘কবির সিং’ এর বিতর্কিত দৃশ্য নিয়ে যা বললেন কিয়ারা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৯ ২০:৪২ | পড়া যাবে ২ মিনিটে‘কবির সিং’ এর বিতর্কিত দৃশ্য নিয়ে যা বললেন কিয়ারা

‘কবির সিং’ সিনেমাতে অভিনয় করেই আলোচনায় আসেন কিয়ারা আদভানি। শহিদ কাপুরের বিপরীতে এই চরিত্রটি করে তিনি বেশ নাম কামিয়েছেন তা বলতেই হয়। কিন্তু সিনেমার কিছু দৃশ্য এবং কেন্দ্রীয় চরিত্র নিয়ে সমালোচনাও হয়েছে। এই সিনেমা ভয়ঙ্কর নারী বিদ্বেষী বলে অনেকে দাবি করেন।

এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন কিয়ারা আদভানি।

এই অভিনেত্রী বলেন, প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে এবং এটি কোনও অন্যায় নয়। একটি নির্দিষ্ট সংখ্যক দর্শক সিনেমার কিছু দৃশ্য অথবা চরিত্রায়ন নিয়ে অসন্তুষ্ট হয়েছেন। যদি আমার মতামত প্রকাশ করি তাহলে এটি সাংঘর্ষিক হবে।

কারণ একদিকে আমার ব্যক্তিগত মতামত রয়েছে, অন্যদিকে একজন অভিনয়শিল্পী হয়ে আমি যে চরিত্রটি রূপায়ন করেছি তার সমালোচনা করতে পারি না। একজন শিল্পী হিসেবে চরিত্রের ভাবনা আমাকে বুঝতে হবে এবং এখানে সেটিই করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার কাছে এটি সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল। আর আমি এই প্রেমের গল্পের সঙ্গে সম্পূর্ণ যুক্ত হতে পেরেছি। যা কিছু হয়েছে আমি এর সঙ্গে একমত নই। এটি শুধুই একটি চরিত্র এবং এখানে নিজেকে তুলে ধরিনি। কিছু দৃশ্যের সঙ্গে হয়তো আমিও একমত নই এবং আমাকে অস্বস্তিতেও পড়তে হয়েছে।

কিন্তু কবির সিংয়ের বখে যাওয়া চরিত্রটি আপনাকেও অস্বস্তিতে ফেলেছে। তাকে আমি হিরো হিসেবে দেখিনি। আমার কাছে সে একজন বখে যাওয়া ব্যক্তি, যার অনেক সমস্যা রয়েছে। এটি নিয়ে বিতর্ক হয়েছে এবং তাদের উপরই ছেড়ে দিয়েছি। আর কেউ আপনাকে বলছে না চরিত্রগুলো পছন্দ করুন। আমি এটি থেকে মনোযোগ সরিয়ে নিয়েছি।

২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক ‘কবির সিং’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে। এই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি।

মন্তব্যসাতদিনের সেরা