kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

ফের ঝুমা বৌদি

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেফের ঝুমা বৌদি

ঝুমা বউদি নামে পরিচিত। তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না কোনও ঠাকুরপোই। বাংলায় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ২’-এর সেই ঝুমা বউদি ওরফে অন্তরা বিশ্বাস এবার অন্য রূপে। চিকনি চামেলি গানের তালে রীতিমতো ঝড় তুললেন তিনি।

 যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কদিন আগে বাথটবে ঝুমা বৌদির ‘বেবি ডল’ নাচ বেশ ভাইরাল হয়েছিল। নতুন চেহারায় অন্তরাকে দেখা যাচ্ছে  ‘চিকনি চামেলি’ নাচের তালে কোমর দোলাতে। এই গানটি বিখ্যাত হয়েছিল ক্যাটরিনা কাইফের কোমরের বিভঙ্গে।

এই গানেই নেচে, ভিডিওটি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন অন্তরা। প্রসঙ্গত, ২০০৮ সাল  থেকে ভোজপুরি সিনেমা জগতে ঝড় তোলা অন্তরা ওরফে মোনালিসা সম্প্রতি বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ২’-তে কাজ করেন। 

সেখানে তার বোল্ড লুকে রীতিমতো ঝড় বয়ে যায় দেওরদের মনে। এহেন ঝুমা  বৌদিই এখন আইটেম ডান্সের তালে ঝড় তুলেছেন।

মন্তব্যসাতদিনের সেরা