kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

নিজের 'প্রথম সন্তান'-এর পরিচয় করালেন শুভশ্রী

কালের কণ্ঠ অনলাইন   

৯ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৩ | পড়া যাবে ২ মিনিটেনিজের 'প্রথম সন্তান'-এর পরিচয় করালেন শুভশ্রী

নিজের 'প্রথম সন্তান' বলে কাকে পরিচয় করিয়ে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম সন্তানের সঙ্গে ছবিও শেয়ার করেন শুভশ্রী।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি নিজের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন  শুভশ্রী। সেখানেই দিদির ছেলেকে তাঁর প্রথম সন্তান বলে আদর করতে দেখা যায় রাজ-ঘরণীকে। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। 

শুধু তাই নয়, শুভশ্রীর সঙ্গে কে, ওই ছবি দেখে প্রশ্ন তুলত শুরু করেন নেটিজেনরা। এরপরই জানা যায়, বড়বোন দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলেকেই নিজের প্রথম সন্তান বলে দাবি করেছেন শুভশ্রী।

সম্প্রতি মুক্তি পায় শুভশ্রীর পরবর্তী সিনেমা ধর্মযুদ্ধের টিজার। যেখান পার্নো মিত্র,  সোহম, স্বাতীলেখা সেনগুপ্তদের সঙ্গে অভিনয় করতে দেখা যায় শুভশ্রীকে। ধর্মযুদ্ধের টিজার মুক্তি পাওয়ার পরই দর্শকদের প্রশংসা কুড়োতে শুরু করেন পরিচালক রাজ চক্রবর্তী।

ধর্মযুদ্ধের আগে মুক্তি পায় পরিণীতা। যেখানে  ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শুভশ্রী। ওই সিনেমা বক্স অফিসে যেমন ভাল ব্যবসা করে, তেমনি অভিনয়ের জন্য মানুষের প্রশংসাও পান রাজ-ঘরণী। ফলে পরিণীতার পর এবার ধর্মযুদ্ধে কেমন অভিনয় করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সেটাই দেখার। জিনিউজ

নিজের 'প্রথম সন্তান'-এর পরিচয় করালেন শুভশ্রী

মন্তব্যসাতদিনের সেরা