kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

সৃজিত-মিথিলার বিয়ে, যা বললেন তসলিমা

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৫ | পড়া যাবে ১ মিনিটেসৃজিত-মিথিলার বিয়ে, যা বললেন তসলিমা

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সৃজিতের কাছের বন্ধুরা। 

এবার সৃজিত মিথিলার বিয়ে নিয়ে বললেন বিতর্কিত লেখক তসলিমা নাসরিন। শনিবার দুপুরে তাঁদের নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

তসলিমা নাসরিন লিখেছেন, সৃজিতকে জানি তার ছবি দেখে। মিথিলা সম্পর্কে কিছুই জানতাম না। কাল ফেসবুকে দুজনের বিয়ের খবর পড়ার পর মিথিলা কে সে তথ্য গুগল করে পেয়েছি। ব্যাপারটা চমৎকার। এই প্রেমটা। সৃজিত মিথিলার প্রেম। হিন্দু মুসলমানের প্রেম। শুধু প্রেমই নয়, বিয়েও। পুব আর পশ্চিমের মিলন। এসব যত বেশি ঘটবে, তত উড়বে ধর্ম, ঘুচবে সংস্কার, ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ।

এদিকে মিথিলা গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছেন তারা। হানিমুনের পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির রেজিস্ট্রেশনও করবেন মিথিলা। সুইজারল্যান্ডে একান্তে এক সপ্তাহ সময় কাটাবেন তারা।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেক দিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। 

মন্তব্যসাতদিনের সেরা