kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বদলে গেল মিথিলার নাম (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৯ ১৮:০১ | পড়া যাবে ১ মিনিটেগতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মিথিলা। বিয়ের পরেই বদলে গেছে তার নাম। মিথিলাকে এখন মিসেস মুখার্জি বলেই ডাকতে হবে। 

রাফিয়াত রশিদ মিথিলা। এই মডেল ও অভিনেত্রীকে মিথিলা নামেই ডাকেন সবাই।এখন তিনি হয়ে গেছেন গেছেন মিসেস রশিদ মুখার্জি। মিথিলা নিজের ইন্সটাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে 'মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি' লিখে এভাবেই নিজেই নতুন পরিচয় জানিয়েছেন। 

প্রসঙ্গত, এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট মিথিলা বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী তাহসান খানকে। টানা ১১ বছর সংসার করেছেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের ২০শ জুলাই। তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পরে ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে সম্পর্কে জড়ান মিথিলা।

মন্তব্যসাতদিনের সেরা