kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

এক ঘণ্টার জন্য ৩ কোটি রুপি পাচ্ছেন উর্বশী!

কালের কণ্ঠ অনলাইন   

৫ ডিসেম্বর, ২০১৯ ১৭:৪৮ | পড়া যাবে ১ মিনিটেএক ঘণ্টার জন্য ৩ কোটি রুপি পাচ্ছেন উর্বশী!

এখনও বলিউডের জমিনে সেভাবে পা শক্ত করে দাঁড়াতে পারেননি তিনি। এর মধ্যেই চমকে যাওয়ার মতো খবর পেলেন অভিনেত্রী উর্বশী রউতেলা। মাত্র এক ঘণ্টার জন্য পারিশ্রমিক হিসেবে তিনি পাচ্ছেন তিন কোটি রুপি। তাও কোনো সিনেমার জন্য নয়, নতুন বছরের এক পার্টির জন্য এই বিশাল অংকের টাকা পাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে খোলাসা করে এখনও কিছুই বলেননি উর্বশী।

পাগলপন্থি, গ্রেট গ্র্যান্ড মস্তি, সনম রে-র মতো একাধিক সিনেমায় অভিনয় করলেও এখনও বলিউডে সেভাবে জমাতে পারেননি তিনি। তবে নতুন বছরের ওই অনুষ্ঠানে ঠিকই বাজিমাত করছেন তিনি। কারণ এক ঘণ্টার অনুষ্ঠানের জন্য এই অংকের টাকা এর আগে কোনো বলিউড স্টার নেননি।

সূত্র: স্পটবয়ে

মন্তব্যসাতদিনের সেরা