kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

সঞ্জয়ের ৩০৯ নম্বর প্রেমিকা হতে চলেছেন কৃতি শ্যানন!

কালের কণ্ঠ অনলাইন   

৪ ডিসেম্বর, ২০১৯ ২৩:০২ | পড়া যাবে ১ মিনিটেসঞ্জয়ের ৩০৯ নম্বর প্রেমিকা হতে চলেছেন কৃতি শ্যানন!

সঞ্জয় দত্তের জীবনের নানা ঘটনা নিয়ে তৈরি সিনেমা ‘সাঞ্জু’তে বলা হয়েছে, তার প্রেমিকার সংখ্যা তিনশ আটজন। সঞ্জয় দত্ত নিজেও অকপটে স্বীকার করেছেন। সম্প্রতি কপিল শর্মা শোতে সঞ্জয় বললেন, ‘পানিপথ’ এর সহশিল্পী কৃতি শ্যাননকে তার ৩০৯ নম্বর প্রেমিকা হিসেবে পছন্দ হয়েছে।

কপিল শর্মা শোতে সঞ্জয় দত্ত যখন এই বিস্ফোরক মন্তব্য করেছেন, তখন কৃতি শ্যানন পাশেই ছিলেন। আরও ছিলেন ‘পানিপথ’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর। ছবির প্রচারণার জন্য এই শো’তে উপস্থিত হয়েছিলেন তারা।

কৃতি প্রসঙ্গে সঞ্জয় বলেন, কৃতি শ্যাননকে খুবই ভালো লেগেছে সঞ্জয় দত্তের। এতটাই ভালো লেগেছে যে খুব সহজেই তাকে ৩০৯ নম্বর প্রেমিকার স্থানে জায়গা দিতে পারবেন সঞ্জয়।

সঞ্জয়ের এমন কথা শুনে কৃতি শ্যানন হয়তো খুশি হতে পারেন। কিন্তু সঞ্জয়ের স্ত্রী মান্যতার প্রতিক্রিয়া কেমন হবে, সেটাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা।

সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘পানিপথ’ মুক্তি পাচ্ছে ৬ ডিসেম্বর। এই সিনেমায় আহমদ শাহ আবদালির ভূমিকায় অভিনয় করছেন ‘মুন্নাভাই’ খ্যাত তারকা সঞ্জয় দত্ত।

সূত্র: পিঙ্ক ভিলা

মন্তব্যসাতদিনের সেরা