kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

মিথিলা-সৃজিতের পারসোনাল বিষয় ওটা, আমি কিছু জানি না : অর্ণব

মাহতাব হোসেন   

১৮ নভেম্বর, ২০১৯ ২১:১৬ | পড়া যাবে ১ মিনিটেমিথিলা-সৃজিতের পারসোনাল বিষয় ওটা, আমি কিছু জানি না : অর্ণব

দুই বাংলার শোবিজে মিথিলা-সৃজিতের বিয়ের খবর এখন আলোচনার তুঙ্গে। ভারতীয় একটি গণমাধ্যম আগামী ফেব্রুয়ারিতে এই তারকা জুটির বিয়ের খবর প্রকাশ করে। কিন্তু মিথিলার কাজিন সঙ্গীতশিল্পী অর্ণবের বরাত দিয়ে দেশীয় একটি গণমাধ্যম বলছে, আগামী ডিসেম্বরের ১৮ তারিখ সৃজিত-মিথিলা বিয়ে করতে চলেছেন।

তবে কালের কণ্ঠকে অর্ণব বলছেন, তাদের বিয়ে সম্পর্কে কিছুই জানেন না তিনি। অর্ণব সোমবার রাত পৌনে ৯টায় কালের কণ্ঠকে বলেন, আমি তাদের বিয়ে সম্পর্কে কিছুই জানি না। তাদের বিয়ের বিষয়ে আগ্রহীও নই। এটা তাদের পারসোনাল বিষয়, তারাই ভালো জানে কবে বিয়ে করবে।

তাহলে গণমাধ্যমকে কেন সৃজিত-মিথিলার বিয়ে ডিসেম্বরের ১৮ তারিখ হচ্ছে বলেছেন? এই প্রশ্নের উত্তরে অর্ণব বলেন, আমি কোনো পত্রিকাকে কোনো বক্তব্য দেই নি। কেউ যদি প্রকাশ করে কোনো খবর তাহলে সেটা তাদের বিষয়। আমি কাউকে কিছু বলিনি।

সোমবার দুপুরে ভারতের টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

মন্তব্যসাতদিনের সেরা