kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

বিট্টি কাপাডিয়াকে দেখতে হাসপাতালে অক্ষয়- টুইঙ্কেল

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৯ ১৬:৫৯ | পড়া যাবে ১ মিনিটেবিট্টি কাপাডিয়াকে দেখতে হাসপাতালে অক্ষয়- টুইঙ্কেল

ডিম্পল কাপাডিয়া নন, অসুস্থ তার মা বিট্টি কাপাডিয়া। মেয়ে টুইঙ্কেল খান্না ও জামাই অক্ষয় কুমার আসলে কাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সেকথাই খোলসা করলেন ডিম্পল।

শনিবার অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নাকে মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। এরপরই দাবানলের মতো খবর ছড়িয়ে পড়তেই লেখিকা তথা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া হাসপাতালে ভর্তি। একের পর এক ফোন আসা শুরু করে ডিম্পলের কাছে।

এ প্রসঙ্গেই সংবাদ সংস্থা আইএএনএসকে পুরো বিষয়টি খোলসা করেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। তিনি জানান, ‘আমি বেঁচে আছি এবং দিব্যি সুস্থ আছি। আমার মা বিট্টি কাপাডিয়া হাসপাতালে ভর্তি। আর এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। এই মুহূর্তে আমার মাও ভালো আছেন। তাঁর জন্য আপনারা শুভকামনা করুন।’

এদিকে ডিম্পল কাপাডিয়ার ভাইপো করণ কাপাডিয়া ঠাকুমার সঙ্গে হাসপাতালে একটি ছবি পোস্ট করেছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার বিট্টি কাপাডিয়াকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা