kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

অভিষেক বচ্চনকে বেকার বলে কটাক্ষ ভক্তের!

কালের কণ্ঠ অনলাইন   

৭ নভেম্বর, ২০১৯ ২২:১৭ | পড়া যাবে ১ মিনিটেঅভিষেক বচ্চনকে বেকার বলে কটাক্ষ ভক্তের!

বলিউডে বহুবছর ধরে কাজ করলেও সুবিধা করতে পারেননি অভিষেক বচ্চন। ‘অমিতাভের ছেলে’ পরিচয়টাই যেন তার নিজের পরিচয় তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইন্টারনেটে অভিষেককে ‘বেকার’ বলেছেন এক ব্যক্তি। তবে এমন মন্তব্য শুনে চুপ থাকেননি অভিষেক।

গত সোমবার টুইটারে অভিষেক একটি ছবি শেয়ার করেছেন। সেখানে লেখা আছে, ‘একটি উদ্দেশ্য রাখুন, লক্ষ্য নির্ধারণ করুন। অসম্ভব কিছুকে পেতে চাইলে পৃথিবীকে প্রমাণ করে দেখিয়ে দিন যে কিছুই অসম্ভব নয়।’

এই পোস্টের নিচে বেশ কিছু কমেন্ট এসেছে। একজন লিখেছে, ‘সোমবারেও যে সুখে দিন কাটায় তাকে কী বলবেন? বেকার!’ 

ভক্তের এমন আক্রমণাত্মক কমেন্টের উত্তরে অভিষেক লিখেছেন, ‘নাহ! একমত নই। যার যা ভালো লাগে, সেটাই সে করে।’

অভিষেককে শেষ দেখা গিয়েছে ‘মনমর্জিয়া’ ছবিতে রবি ভাটিয়া চরিত্রে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল এবং তাপসী পান্নু।

এরপর দেখা যাবে কুকি গুলাতির ‘দ্য বিক বুল’ ছবিতে ইলিয়ানা ডি’ক্রুজ এর বিপরীতে। ২০২০ সালে মুক্তি পাবে ছবিটি।

মন্তব্যসাতদিনের সেরা