kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

৭০-এ তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন রিচার্ড গেয়ার

কালের কণ্ঠ অনলাইন   

৬ নভেম্বর, ২০১৯ ১৭:১৩ | পড়া যাবে ২ মিনিটে



৭০-এ তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন রিচার্ড গেয়ার

৭০ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। চলতি বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় স্ত্রী আলেজান্দ্রা সালিয়ার গর্ভ জন্ম নেয় রিচার্ডের দ্বিতীয় সন্তান। ফেব্রুয়ারিতে আলেজান্দ্রা মা হওয়ার পর এবার ফের তাঁর অন্তঃসত্ত্বার খবর ছড়াল সংবাদমাধ্যমে। 

হোলা নামে স্পেনের একটি ম্যাগাজিনের পক্ষ থেকে গেয়ার এবং আলেজান্দ্রার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসছে বলে জানানো হয়।

২০১৮ সালে মে মাসে আলেজান্দ্রাকে বিয়ে করেন রিচার্ড গেয়ার। চলতি বছর ফেব্রুয়ারিতে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান। প্রথম সন্তান জন্মের পর এবার ফের মা হাতে চলেছেন আলেজান্দ্রা। এমন খবর ছড়িয়ে পড়ে হু হু করে। প্রসঙ্গত, বর্তমানে গেয়ারের ১৯ বছর বয়সী আরও এক সন্তান রয়েছে। প্রথম স্ত্রী কেরি লাওয়েলের গর্ভে জন্ম নেয় হোমার জেমস নামে রিচার্ডের প্রথম সন্তান। কেরি লাওয়েলের সঙ্গে বিচ্ছেদের পর আলেজান্দ্রাকে বিয়ে করেন রিচার্ড।

এদিকে রিচার্ড যখন তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন, আলেজান্দ্রাও এবার তৃতীয় সন্তানের জন্ম চলেছেন দিতে। প্রথম স্বামী গোবিন্দ ফ্রেডল্য়ান্ড এবং আলেজান্দ্রার বছর ছয়ের এক সন্তান রয়েছে বলে খবর।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে জোর করে চুম্বনের জেরে পেজ থ্রির পাতায় উঠে আসে রিচার্ড গেয়ারের নাম। শিল্পাকে কেন জোর করে চুম্বন করছেন গেয়ার, তা নিয়ে ওই সময় উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। জিনিউজ

মন্তব্য



সাতদিনের সেরা