kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

এবার বাথটাবে বসে ছবি প্রকাশ করলেন মনামি

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৯ ১২:৪১ | পড়া যাবে ১ মিনিটেএবার বাথটাবে বসে ছবি প্রকাশ করলেন মনামি

বাথটাবে বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মনামী ঘোষ। তাঁর ছোট করে কাটা চুলে ঠিক যে 'বার্বি ডল'-এর মতোই দেখাচ্ছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মনামীর ভিয়েতনাম ভ্রমণের এমনই এক ছবি মন কেড়েছে নেটিজেনদের।

পূজার ঠিক পরপরই ভিয়েতনামের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন মনামী ঘোষ। ভিয়েতনাম ভ্রমণের নানান ক্যামেরাবন্দি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। 

শুধু নিজের ইনস্টা প্রোফাইলে নয়, নিজের ইউটিউব চ্যানেলে ভিয়েতনাম ভ্রমণের নানান ভিডিও পোস্ট করেছেন মনামী। তাতে কখনও সাপা থেকে ট্রেন সফর করার ভিডিয়োও রয়েছে, আবার রয়েছে ভিয়েতনামের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়ানোর নানান ভিভিয়ো। পোস্ট করেছেন ভিয়েতনামের লাও কাই রেল স্টেশন থেকে ট্রেন সফর থেকে হালং উপসাগরে নৌকা বিহারের নানান ভিডিও।

প্রসঙ্গত, টেলিভিশন অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় মনামী। তাঁর ইরাবতীর চুপকথা' ধারাবাহিকটি বেশ জনপ্রিয়। এই ধারাবাহিকে ইরার ভূমিকায় বেশ জনপ্রিয় মনামী। 

View this post on Instagram

@dopetravel_saikat posting your fav one

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

মন্তব্যসাতদিনের সেরা