kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

আইয়ুব বাচ্চুকে নিয়ে শুভ গাইলেন 'তুমি ছিলে প্রেরণায়'

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৯ ১৬:০২ | পড়া যাবে ২ মিনিটেআইয়ুব বাচ্চুকে নিয়ে শুভ গাইলেন 'তুমি ছিলে প্রেরণায়'

'এলআরবি' প্রতিষ্ঠাতা, স্বনামধন্য সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও উপমহাদেশে জনপ্রিয় গিটারিস্ট আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবাষিকী আজ। দিনটিতে শিল্পীকে স্মরণ করে তাঁকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ গান 'তুমি ছিলে প্রেরণায়'। এটি গেয়েছেন আইয়ুব বাচ্চুর হাত ধরে উঠে আসা ডি-রক স্টার খ্যাত গায়ক শুভ।  গানের কথা লিখেছেন নন্দিত গীতিকার আসিফ ইকবাল। সংগীত পরিচালনায় ফুয়াদ আল মুক্তাদির। 

আজ ১৮ অক্টোবর সন্ধ্যায় (শুক্রবার) গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি বানানো হয়েছে আইয়ুব বাচ্চুর ছবি দিয়ে। ভিডিওতে গানটি শুরুর আগে রয়েছে বাচ্চুর কিছু কথা। গানের কথাগুলো এমন--

'কখনো কি অভিমান ছিলে তুমি আমার/ চাওয়া পাওয়ার পুরোটাই অধিকার/স্বপ্নের মত স্বপ্ন ছিলে তুমি, কিছু ভুল বোঝাবুঝি 
ভালোবাসা তোমার আমার/ আমার গানের কতটুকু তুমি ছিলে/কখনো হয়নি দেখা ব্যস্ততার মিছিলে/তুমি ছিলে প্রেরণায়/ভালোবাসা কতনা'। 

এই গানে গিটার বাজিয়েছেন রুশো মাহতাব ও ফাইজান খান চিন্টু। ব্যাক ভোকাল দিয়েছেন জোহান আলমগীর। আসিফ ইকবাল বলেন, 'আমাদের সংগীতে আইয়ুব বাচ্চুর অবদানের কথা সবারই জানা। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা ছিলো অনেক গভীর। জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তাঁর সঙ্গে। তাঁর প্রতি সম্মান এবং ভালোবাসা জানাতেই নিজের অনুভুতি থেকে গানটি করেছি।'

মন্তব্যসাতদিনের সেরা