kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

উত্তম কুমারের নাতনি অভিনেত্রী নবমিতার সংসার ভেঙে যাচ্ছে

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৯ ১৫:০৭ | পড়া যাবে ২ মিনিটেউত্তম কুমারের নাতনি অভিনেত্রী নবমিতার সংসার ভেঙে যাচ্ছে

কলকাতার ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের নাতনী অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়ের বিয়ে হয় ২০১৪ সালের জানুয়ারি মাসে। পাঁচ বছরের সংসার জীবন তাদের। তবে এরই মধ্যে কয়েকবার তাদের সংসার ভাঙার গুঞ্জন শোনা গেছে। বেশ কিছুদিন থেকে তাদের সম্পর্কে টানা পোড়েন চলছিলো। কিন্তু এবার তাদের সংসার ভাঙার গুঞ্জন সত্য হতে চলেছে। গত এপ্রিল মাস থেকে আলাদা থাকছেন তারা।

জানা গেছে, ‘বাজল তোমার আলোর বেণু’ নামের একটি ধারাবাহিকে এক সঙ্গে অভিনয় করলেও তারা বাড়ি ফিরতেন আলাদা গাড়িতে। চলতি বছরের জুন মাসে আদালতে তারা নাকি ডিভোর্সের কাগজও জমা দিয়েছেন।

অভিনেতা ভাস্বর বলেন, আমি ও নবমিতা একেবারে আলাদা ভাবনার মানুষ। আমি খুব গোছানো ও পরিপাটি। কিন্তু নবমিতার জীবন যাপনের স্টাইল ভীষণ বেপরোয়া। আমরা আদালতে বিচ্ছেদের কাগজ জমা দিয়েছি। এখনো ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভাবার জন্য হাতে আছে এক বছর সময়।

এদিকে নবমিতা  বলেন, আমার বিয়ের অভিজ্ঞতা ভালো না। তাই বিচ্ছেদের পথেই যাচ্ছি। আমাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রথমেই শ্বশুরবাড়িতে খাপ খাওয়াতে অসুবিধা হয়েছিল। ভেবেছিলাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা বুঝতে সময় লেগে গেল।

নবমিতার প্রথম বিয়ে হলেও এটি ভাস্বরের দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে প্লাবনীকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর প্লাবনীর অভিযোগে জেলেও যেতে হয়েছিলো তাকে।

মন্তব্যসাতদিনের সেরা