kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

প্রেম করার মতো উপযুক্ত নন সাইফ

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৯ ২১:১৮ | পড়া যাবে ১ মিনিটেপ্রেম করার মতো উপযুক্ত নন সাইফ

বলিউডের সুপারহিট জুটি কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। তাদের পথ চলার আজ সপ্তম বছর। এখন তারা আর দু’জন নন। কারিনার কোল আলোকিত করে পৃথিবীতে আসে তৈমুর। বাবা-মায়ের থেকেও বেশি লাইম লাইটে থাকে তাদের ছেলে।

তবে এই প্রথমবার সাইফের সম্পর্কে একটি নতুন তথ্য জানালেন কারিনা। সাত বছরের বিবাহিত জীবনের পর কারিনার মনে হয়েছে, ‘প্রেম করার মতো একেবারেই উপযুক্ত ছেলে নন সাইফ। তবে খুব ভালোবাসতে জানে। যত্ন নেন।’

তিনি আরো বলেন, ‘ভালোবাসায় দুষ্টুমি তো আছেই। সেই সঙ্গে সাইফ খুবই মাটির মানুষ। একফোঁটাও অহংকার নেই। সেই কারণেই হয়তো আমরা এতো ভালো আছি।’

মন্তব্যসাতদিনের সেরা