kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

মাধুরী দীক্ষিতের নাচে সানিয়ার ভিডিও মাতাচ্ছে সোশ্যাল দুনিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৯ ১৬:৩৭ | পড়া যাবে ১ মিনিটেমাধুরী দীক্ষিতের নাচে সানিয়ার ভিডিও মাতাচ্ছে সোশ্যাল দুনিয়া

অভিনেত্রী সানিয়া মালহোত্রার অভিনয় জীবন শুরু করেন একজন কুস্তিগিরের ভূমিকায়। আমির খানের দঙ্গল ছবিতে ‘ববিতা কুমারীর’ ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন সকলের। তবে শুধুমাত্র অভিনয়ের জন্যই নয়, নাচের দক্ষতার জন্যও যথেষ্ট জনপ্রিয় এই নবীন অভিনেত্রী।
 
সম্প্রতি সানিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে , যেখানে তাঁকে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘হামকো আজ কাল হ্যায় ইন্তেজার’ গানে নাচতে দেখা গেছে। সানিয়ার পরনে ছিল একটি হলুদ রঙের ব্লাউজ , যা ‘সায়লাব’ ছবির ওই গানের দৃশ্যের মাধুরীর পরিহিত পোশাকের মতোই দেখতে।
 
কিছুদিন আগে মুম্বাই মিরর-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন তিনি ব্যালের প্রশিক্ষণ নিয়েছেন এবং ভবিষ্যতে অন্য ঘরানার নাচ শেখারও ইচ্ছা আছে। 
 
তিনি বলেন,“নাচ আমার প্যাশন। আমি কাজ থেকে বিরতি নিয়ে নতুন ঘরনার নাচ শিখতে বিদেশে যাব। তবে যদি নাচ সংক্রান্ত কোনো ছবিতে অভিনয়ের সুযোগ পাই, এখানেই থেকে যাব এবং অর্থ উপার্জন করব”। আনন্দবাজার

মন্তব্যসাতদিনের সেরা