kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

‘বঙ্গবন্ধু’কে নিয়ে শ্যাম বেনেগালের নতুন ভাবনা!

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৯ ১৭:৪৩ | পড়া যাবে ১ মিনিটে‘বঙ্গবন্ধু’কে নিয়ে শ্যাম বেনেগালের নতুন ভাবনা!

ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নিয়ে আসছে নতুন তথ্যচিত্র ‘বঙ্গবন্ধু’। স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগল পরিচালনা করবেন এই তথ্যচিত্রটি। এ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন পরিচালক। এছাড়াও ছবিটি নিয়ে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। এমনই তথ্য পাওয়া যায় ভারতের সাংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

একটি দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিলো একটি জাতির বিচ্ছেদের কাহিনি। বাংলাদেশ আর বাঙালি; এই বিষয় ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের নামটি। এবার সেই রাষ্ট্রনেতা মুজিবুর রহমানকে নিয়ে আসছে শ্যাম বেনেগল পরিচালিত এই তথ্যচিত্রটি।

মন্তব্যসাতদিনের সেরা