kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

শকুন্তলার বিশ্ববিদ্যালয়ে

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৯ ১০:৩৪ | পড়া যাবে ১ মিনিটেশকুন্তলার বিশ্ববিদ্যালয়ে

‘মানব কম্পিউটার’খ্যাত শকুন্তলা দেবীর বায়োপিকে অভিনয় করছেন বিদ্যা বালান। এর মধ্যেই শুরু হয়ে গেছে শুটিং। এর ফাঁকে তিনি গেছেন লন্ডনে। ঘুরতে নয়, শকুন্তলার স্মৃতিধন্য লন্ডনের ইম্পেরিয়াল কলেজের আমন্ত্রণে। সেখানে পড়াকালীন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন শকুন্তলা। মুখে মুখে ১৩ অঙ্কের দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছিলেন মাত্র ২৮ সেকেন্ডে! ১৯৮০ সালের ১৮ জুনের সে ঘটনা পরে গিনেস বুকে ঠাঁই পায় ১৯৮২ সালে। ইম্পেরিয়াল কলেজ শকুন্তলার স্মরণে সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাতে যোগ দিতেই সেখানে গিয়েছেন বিদ্যা। বর্তমান শিক্ষার্থীদের শোনাবেন ‘মানব কম্পিউটার’-এর কথা। বিদ্যা বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি [ইম্পেরিয়াল কলেজ] শকুন্তলা দেবীর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছবির গল্পেও বিশ্ববিদ্যালয়টির আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অবশ্য এখনো পর্যন্ত সেখানে শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। তবে এখানে পড়াকালীন শকুন্তলার যে অর্জন, ছবির গল্পে তার গুরুত্ব অনস্বীকার্য।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও মিড-ডেb

মন্তব্যসাতদিনের সেরা