kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

মেয়ে সারার কাণ্ডে লজ্জায় মুখ ঢাকলেন অমৃতা! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৯ ২১:২২ | পড়া যাবে ১ মিনিটেমেয়ে সারার কাণ্ডে লজ্জায় মুখ ঢাকলেন অমৃতা! (ভিডিও)

কয়েকদিন আগে সারা আলী খান নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, হোটেলের টেবিলের ওপর খাবার দেখা যাচ্ছে, আর তার সামনে মুখ ঢেকে বসে আছেন সারার মা অমৃতা। ভিডিওটি শেয়ার করার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওতে আপনারা সারাকে দেখতে পাবেন না, কারণ ভিডিওটা বানিয়েছেন তিনি নিজে।

সারা নিজের ইনস্টাগ্রাম থেকে ভিডিও টি পোস্ট করার সময় লিখেছেন, ‘মা আর আমি যখন খাবার খেতে বাইরে গেছিলাম, তখন ডায়েটের কথা মাথাতেও আসেনি। এতো খাবার খাওয়া খুব সহজ কাজ নয়। যারা খাওয়া প্রতিযোগিতায় নাম দেয়, তারাও সহজে এতো খেতে পারবে না।’

‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউড জগতে পা রেখেছে সারা আলী। তারপর অভিনেতা রণভীরের সঙ্গে অভিনীত ‘সিম্বা’ মুক্তি পায়, আর সিনেমাটি বক্স অফিসে জমিয়ে ব্যবসা করে। এরপর সারাকে কার্তিক আর্যনের সঙ্গে ‘লাভ আজকাল ২’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’-এ দেখা যাবে।

View this post on Instagram

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

মন্তব্যসাতদিনের সেরা