kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

খোঁজ মিলল নেপালি সানি লিওনের

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৯ ২০:০২ | পড়া যাবে ১ মিনিটেখোঁজ মিলল নেপালি সানি লিওনের

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় নেপালের বাসিন্দা অর্চনা পনেরু নামের এক সুন্দরীর ছবি। তিনি নেপালের সানি লিওন হিসেবেই বেশি পরিচিত। সানি লিওনই নাকি তার রোল মডেল। 

২০ বছরেই তিনি রীতিমত ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন। ভবিষ্যতে একজন ডান্সার ও ডিজাইনার হয়ে উঠতে চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহসী ছবি দেওয়ার জন্যই তার পরিচিতি ক্রমশ বাড়ছে।

তার মা সুনীতা একজন অ্যাডাল্ট স্টার ছিলেন বলে জানা গেছে। মিউজিক ভিডিও অ্যালবামে কাজ করে অর্চনা তার ক্যারিয়ার শুরু করেন। ভবিষ্যতে তিনি ছবিতে কাজ করতে চান বলেও জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা