kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

বাথরুমে আটকে নির্যাতন করা হতো এই নায়িকাকে

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৯ ১০:৩২ | পড়া যাবে ২ মিনিটেবাথরুমে আটকে নির্যাতন করা হতো এই নায়িকাকে

প্রেমিকের কাছে একরকম বন্দি হয়ে গিয়েছিলেন। দিনের পর দিন বাথরুমে আটকে রেখে তাকে নির্যাতন করা হতো। এমন কী তুরস্কের সেই প্রেমিক তার পাসপোর্টও পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন। বিগ বস ১৩তে এসে নিজের জীবনের এমনই ভয়ঙ্কর সব স্মৃতি শেয়ার করলেন ‘ও সাকি সাকি’ খ্যাত নায়িকা কোয়েনা মিত্র।

বিগ বস অনুষ্ঠানের একটি অংশে কোয়েনাকে তার সঙ্গীদের সঙ্গে গল্প করতে দেখা যায়। ওই সঙ্গীদের একজন কোয়েনার প্রেমজীবন সম্পর্কে জানতে চান। সেই সময় প্রাক্তন প্রেমিকের গল্প শেয়ার করেন কোয়েনা।

কোয়েনা মিত্র বলেন, ‘মুম্বাইতে থাকার সময় আমার সেই প্রেমিক আমাকে বাথরুমে তালাবন্ধ করে রেখে দিয়েছিলেন। যাতে আমি কাজের জন্য কোথাও বেরোতে না পারি।’

কোয়েনা আরও বলেন, ‘এক সময় এই প্রেমিকের সঙ্গে তুরস্কে থাকতাম। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, বিয়ের পর আমরা কী করবো? ও বলেছিল বিয়ের পর আমার পাসপোর্ট পুড়িয়ে ফেলবে। যাতে করে ওই দেশ থেকে আমি বের হতে না পারি। এর কয়েক বছর পরেই আমাদের সম্পর্ক ভেঙে যায়।’

এরপর নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি বলেই জানালেন নায়িকা। এখন কোনো সম্পর্কে জড়াতেই নাকি ভয়পান কোয়েনা মিত্র।

মন্তব্যসাতদিনের সেরা