kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

দেবী দূর্গা সাজে আঁখি আলমগীর

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৯ ১৩:১০ | পড়া যাবে ১ মিনিটেদেবী দূর্গা সাজে আঁখি আলমগীর

আঁখি আলমগীরের হাত হয়ে গেল ১০টি! হাতগুলোতে দুর্গার নানা শক্তির প্রতীক। গায়ে দেবীর সাজ। পূজা উপলক্ষে এভাবেই ‘দুর্গা দেবী’ সেজেছেন গায়িকা। মূলত ‘বিশ্ব রঙ’-এর উদ্যোগেই তাঁর এই ফটোশুট। পরে ছবিটি দিয়ে ফেসবুকে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন আঁখি।

ক্যাপশনে লিখেছেন, ‘শারদীয়া শুভেচ্ছা’। ছবিগুলো তুলেছেন অনিক চন্দ্র। কস্টিউম, গ্রাফিকস ও স্টাইল করেছেন বিপ্লব সাহা।

মন্তব্যসাতদিনের সেরা