kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

আট হাজার রুপির অভিনেত্রী!

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৯ ১১:৩৫ | পড়া যাবে ১ মিনিটেআট হাজার রুপির অভিনেত্রী!

রাধিকা আপ্তে এখন তাঁর ক্যারিয়ারের তুঙ্গে আছেন তেমনটা বলাই যায়। গত কয়েক বছরে অভিনয় করেছেন ‘সেক্রেড গেমস’, ‘গৌল’-এর মতো প্রশংসিত সিরিজে। গত বছর ‘আন্ধাধুন’-এর জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন। এ বছর ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যামির মনোনয়ন। এর মধ্যেই পা রেখেছেন হলিউডেও। 

অথচ এই রাধিকা ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র আট হাজার রুপি মাইনের অভিনেত্রী হিসেবে! পুনেতে বড় হওয়া রাধিকা ছোটবেলায় নাচ শেখার পাশাপাশি যুক্ত হন থিয়েটারেও। পরে সেখান থেকে চলে আসেন মুম্বাই। অবশ্য প্রথম দফায় ছবিতে অভিনয়ের চেষ্টায় বিফল হন তিনি। এমনকি পুনেতে মা-বাবার কাছে ফিরেও গিয়েছিলেন। পরে আবার আসেন মুম্বাইতে। সেবার ক্যারিয়ার শুরু করেন গুরগাঁওয়ের এক থিয়েটারে, আট হাজার রুপি বেতনে। তখন নিজে আলাদা বাড়ি নিয়েও থাকতেন না। একটা পুরনো বাড়িতে থাকতেন পেয়িং গেস্ট হিসেবে! শুধু তাই নয়, সেই ঘরটাও প্রায়ই অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে হতো। তাই বলে এটা ভাবার কারণ নেই রাধিকা অসচ্ছল ঘরের মেয়ে। তাঁর মা-বাবা দুজনেই পুনের নামকরা চিকিৎসক।

মন্তব্যসাতদিনের সেরা