kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

উপস্থাপক শাহরুখের এই ভিডিও কখনো দেখেছেন?

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৯ ১৫:৪৫ | পড়া যাবে ১ মিনিটেউপস্থাপক শাহরুখের এই ভিডিও কখনো দেখেছেন?

বহু বছর ধরেই তিনি বলিউডের বাদশা। এখন ক্যারিয়ার পড়তির দিকে হলেও বহু নারীর স্বপ্নের নায়ক তিনি। অনেকেই জানেন যে শাহরুখের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ভারতের রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্ক দূরদর্শনের মাধ্যমে। শাহরুখের দূরদর্শনের ক্যারিয়ার বলতে সকলে জানেন টিভি ধারাবাহিক 'ফৌজি' ও 'সার্কাস' এ শাহরুখের অভিনয়ের কথা। তবে টিভি ধারাবাহিকে অভিনয় ছাড়াও দূরদর্শনে আরও একটি বিশেষ ভূমিকায় কাজ করেছিলেন শাহরুখ।

বলিউডের কিং খান দূরদর্শনে সঞ্চলক হিসাবেও কাজ করেছেন! বহু বছর আগে দূরদর্শনের একটি গানের অনুষ্ঠানে এক নারীর সঙ্গে সঞ্চলকের ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরনো সেই ভিডিও। সেই গানে অনুষ্ঠানে কুমার শানুর সঙ্গে সকলের আলাপ করিয়ে দিয়েছেন শাহরুখ।

অনুষ্ঠানে সঞ্চালিকা কুমার শানুর কথা বললে শাহরুখ বলেন, 'ও কুমার শানু, যিনি কিনা কিশোর কুমারের মত গান করেন?' সেই নারী সঞ্চালিকা আবশ্য শাহরুখের এমন ভুল ভেঙে দিয়েছেন। তিনি শাহরুখের কথার পাল্টা জবাবে বলেছেন, 'কুমার শানুর গলা কিশোর কুমারজির সঙ্গে মেলে ঠিকই তবে তার গায়কি ভিন্ন ধরনের। নিজস্বতা আছে।'

দেখুন সেই ভিডিও:

মন্তব্যসাতদিনের সেরা