kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

পর্দায় ক্যাসিনো কেলেঙ্কারি

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৯ ১৩:৪৩ | পড়া যাবে ১ মিনিটেপর্দায় ক্যাসিনো কেলেঙ্কারি

চলমান ক্যাসিনো কেলেঙ্কারি নিয়ে নাটক ‘ক্যাসিনো’ নির্মাণ করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন সাঈদ বাবু, মনোজ প্রমাণিক, সূচনা আজাদ, নাদিয়া মিমসহ অনেকে। ১ অক্টোবর আমিন বাজারে শুটিং হয়েছে। 

অঞ্জন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটি নির্মাণ করেছি। ক্যাসিনো বিদেশি খেলা। এটা আমাদের দেশে প্রচলিত হলে সমাজ কতটা ক্ষতির সম্মুখীন হবে তাই তুলে ধরেছি গল্পে। অনেকে না বুঝেই ক্যাসিনো খেলে হারান নিজের শেষ সম্বল। আশা করছি, নাটকটি দেখে তাঁরা সতর্ক হবেন।’ খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হওয়ার কথা জানালেন পরিচালক। পাশাপাশি অনলাইনেও প্রকাশ পাবে ‘ক্যাসিনো’।

মন্তব্যসাতদিনের সেরা