kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

রিপনের আকস্মিক এই জনপ্রিয়তার উৎস কী?

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৯ ০০:৪৬ | পড়া যাবে ১ মিনিটেরিপনের আকস্মিক এই জনপ্রিয়তার উৎস কী?

ফেসবুকে হঠাৎ করেই জনপ্রিয়তা পাওয়া রিপন এখন আর ধকল সামলাতে পারছেন না। তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ভিডিও। অর্থাৎ রিপন সোশ্যাল মিডিয়ায় 'রিপন ভিডিও' নামে পরিচিত  হয়ে গেছেন। মাত্র কদিনে ফেসবুক অনুসরণকারীর সংখ্যা পৌনে ৩ লাখ।

আকস্মিক এই জনপ্রিয়তার উৎস কী? রিপনকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন তারই এক বন্ধু। সেখানে ভুল উচ্চারণে নিজে ছন্দ মিলিয়ে মিলিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করতেন। এই ভিডিও ক্রমাগত ছড়াতে থাকে। রিপনের ভিডিওগুলো মজা করে দেখে নেটিজেনরা শেয়ার দিচ্ছেন যার কারণে এগুলো ক্রমাগত ছড়াচ্ছে। এই হাসি ঠাট্টার কারণেই রিপন এখন নেত্রকোনা সদরে আলোচিত। 

পেশায় কাঠমিস্ত্রী রিপন ছন্দ বানিয়ে ফেসবুকে আপলোড করতেন। পড়েছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। স্বাভাবিকভাবেই সবকিছু পড়তে পারেন না। আমি ফেসবুকে কিছু পড়তে পারি না। আমার বন্ধুরা ফেসবুক খুলে দিয়েছে।

গত ঈদে একটি ভিডিও ছেড়েছিলেন। সেই ভিডিওতে নিজের বাসায় ঈদের দাওয়াত দিয়েছিলেন বন্ধুদের। ভিডিওটি হাসি ঠাট্টায় সোশ্যাল মিডিও ছড়িয়ে পড়ে। এরপরই তাকে গ্রামের কয়েকজন পেইজ খুলে দেন। পেইজটাও নাকি তারাই চালান। আর মাঝেমধ্যে নিজের ভিডিও আপলোড করেন রিপন। 

মন্তব্যসাতদিনের সেরা