kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বাংলাদেশি অভিনেতাকে ভিডিওকলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাইমা

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৯ ১৫:৪৭ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশি অভিনেতাকে ভিডিওকলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাইমা

বাংলাদেশি অভিনেতা আলিফ চৌধুরীর জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সুচিত্রা সেনের নাতনি- অভিনেত্রী রাইমা সেন। গত ২ অক্টোবর আলীফের জন্মদিন উপলক্ষ্যে রাইমা সেন সরাসরি ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।

আলীফ বলেন, ভাবতেও পারিনি রাইমা আমাকে ফোন করবে। তিনি সুচিত্রা সেনের নাতনিও বটে। সব মিলিয়ে আমি ভিষণ চমকিত এবং আনন্দিত।

তিনি আরও জানান, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনও ম্যাসেজ পাঠাবেন এই অভিনেত্রী। সরাসরি ভিডিও কল পাওয়াটা আসলেই পরম আনন্দের ছিল।

রাইমা সেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী। বাংলার কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের- সবার সঙ্গেই কাজ কাজ করেছেন রাইমা। আলীফ চৌধুরীও রাইমার কাজের একজন ভক্ত।

মন্তব্যসাতদিনের সেরা