kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

‘ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই’

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৯ ১৮:২২ | পড়া যাবে ১ মিনিটে‘ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই’

বর্তামানে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নাম সুরভিন চাওলা। অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু সেই পথটা মোটেই মসৃণ ছিলো না সুরভিনের। শুনতে হয়েছে পরিচালকদের কটু কথা। এছাড়া অভিনয়ের সুযোগ পেয়ে কাস্টিং কাউচের মুখে একাধিকবার পড়েছেন ‘হেট স্টোরি’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুরভিন জানান, যখন তিনি অভিনয় শুরু করেন সেই সময় তার ওজন ছিলো ৫৬। পরিচালকরা সুরভিনকে ডাকতেন তার ক্লিভেজ এবং থাই দেখার জন্য। এরপর তারা বলতেন, তোমার ওজন বেশি। ফলে তোমায় নেওয়া যাবে না।

এখানেই শেষ নয়। কেউ কেউ আবার তার ওপর ‘ওভার এক্সপোজড’ তকমাও সেঁটে দিয়েছিলেন। শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবির দুনিয়াতেও তিনি শিকার হয়েছিলেন কাস্টিং কাউচের। দক্ষিণের এক পরিচালক সম্পর্কে সুরভিন বলেন, ‘এক বার এক সিনেমার রেকির জন্য বাইরে যেতে হয়েছিল আমাকে। ওই পরিচালক সে সময় আমায় বলেন, ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই।’

সূত্র: আনন্দবাজার।

মন্তব্যসাতদিনের সেরা