kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

‘যে পাখি ঘর বোঝে না’ এবার নাটক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৮ | পড়া যাবে ১ মিনিটে‘যে পাখি ঘর বোঝে না’ এবার নাটক

চার বছর আগে ধ্রুব গুহর কণ্ঠে প্রকাশ পায় ‘যে পাখি ঘর বোঝে না’। রাতারাতি জনপ্রিয়তা পায় গানটি। সিনেআর্ট নামের নতুন একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়া গানটি এখন পর্যন্ত তিন কোটি ১১ লাখ বারেরও বেশি দেখা হয়েছে। এবার শ্রোতাপ্রিয় এই গান অবলম্বনে তৈরি হচ্ছে নাটক ‘যে পাখি ঘর বোঝে না’। নিলয় মাসুদের পরিচালনায় গতকাল থেকে উত্তরায় নাটকটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তানহা তাসনিয়া ইসলাম ও নিলয় আলমগীর। তানহা বলেন, ‘গল্পে দেখা যাবে আধুনিক এক মেয়ে। সে বয়ফ্রেন্ডদের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। একসময় নিজেই একটি ছেলেকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু ছেলেটি তার সঙ্গে প্রতারণা করে।’

পরিচালক নিলয় বলেন, ‘আপাতত ইউটিউবের কথা মাথায় রেখে নাটকটি নির্মাণ করছি। তবে চ্যানেলেও প্রচার হতে পারে।’ তানহা চলচ্চিত্রে অভিনয় করেন বেশি। এর আগে শাকিব খানের সঙ্গে ‘ধূমকেতু’, আরিফিন শুভর সঙ্গে ‘ভালো থেকো’ ও নিরবের সঙ্গে ‘ভোলা তো যায় না তারে’ দেখা গেছে তাঁকে। 

মন্তব্যসাতদিনের সেরা