kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

হঠাৎ ঢাকায় শ্রাবন্তী

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৩৭ | পড়া যাবে ১ মিনিটেহঠাৎ ঢাকায় শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এখন ঢাকায়। বর্তমানে তিনি বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবিতে কাজ করছেন। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমার শুটিং করতেই বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী।

আজ গাজীপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয় কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ। এতে একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।

উল্লেখ্য, সর্বশেষ তাকে বাংলাদেশের 'যদি একদিন' সিনেমায় দেখা গেছে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিতে তিনি তাহসানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা