kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

অভিবাসীদের নিয়ে তথ্যচিত্র

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটেঅভিবাসীদের নিয়ে তথ্যচিত্র

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের দুঃস্বপ্নে দিন শুরু হয়েছে। ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে অনেক অভিবাসী পরিবারকে দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন। অনেকে আটক হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার হাতে। তাদের এসব ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে বানানো হয়েছে নেটফ্লিক্সের তথ্যচিত্র সিরিজ ‘লিভিং আনডকুমেন্টেড’। ২ অক্টোবর প্রচারের অপেক্ষায় থাকা সিরিজটির অন্যতম প্রযোজক সেলেনা গোমেজ। গানের সঙ্গে অভিনয় মাঝেমধ্যেই করেন সেলেনা। খুব নিয়মিত না হলেও প্রযোজনাও করেছেন আগে। খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বলেই এগিয়ে এসেছেন এটির প্রযোজনায়। এক বিবৃতিতে গায়িকা-অভিনেত্রী বলেন, ‘গেল কয়েক বছর ধরেই অভিবাসীদের নিয়ে নানা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। কিন্তু তাদের যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেগুলো ভয়াবহ। সে কারণেই তথ্যচিত্রটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছি।’

‘লিভিং আনডকুমেন্টেড’ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অ্যারন সেইডম্যান ও আনা চাই।

মন্তব্যসাতদিনের সেরা