kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

ফের এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০২:০০ | পড়া যাবে ১ মিনিটেফের এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা!

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন অনেক আগেই। বিচ্ছেদ ক্যাটরিনার জন্য বেশ কঠিন ছিলো। কঠিন ছিলো তাদের ভক্তদের জন্যও। তাই তার ভক্তরা এখনো দু’জনকে আবার একসঙ্গে দেখতে পেলে খুশিই হবে। আর সেই ইচ্ছেই পূর্ণ হতে চলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর ও ক্যাটরিনা আবার এক হচ্ছেন। তবে বাস্তব জীবনে নয়। একসঙ্গে তারা একটি কাজ করতে চলেছেন। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করবেন। তবে ক্যাটরিনা রণবীর একা নয়। তাদের রসায়নকে আরো ফুটিয়ে তুলতে থাকবেন র‍্যাপার বাদশা।

ক্যাটরিনা ও রণবীরকে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল অনুরাগ বসুর ছবি জগ্গা জাসুসে। এই ছবির শ্যুটিং যখন শুরু হয়েছিল তখন রণবীর ক্যাট সম্পর্কে ছিলেন। তবে ছবির বড় অংশ শ্যুটিং হয়েছিল তাদের বিচ্ছেদের পরে।

মন্তব্যসাতদিনের সেরা