kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

মাসুদ রানার চূড়ান্ত পর্বে ৩ জন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৭ | পড়া যাবে ২ মিনিটেমাসুদ রানার চূড়ান্ত পর্বে ৩ জন

সময়ের আলোচিত সমালোচিত একটি প্রতিভা খোঁজার প্রতিযোগিতা মেনস ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা'র চূড়ান্ত পর্বের জমকালো প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে মাসুদ রানার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন তিনজন।এরা হলেন রাসেল, জুনায়েদ এবং সাজ্জাদ। এখন অনুশীলনে ব্যস্ত রয়েছেন তারা। তাদের সঙ্গে জুটি হয়ে মঞ্চে চমক দেখাতে আসবেন এ সময়ের জনপ্রিয় তিনজন তারকা অভিনেত্রী। জমজমাট গ্রান্ড ফিনালেতে পারফর্মেন্সের জন্য ঈগলস ডান্স কোম্পানির স্টুডিওতে চলছে মহড়া। কোরিওগ্রাফার তানজিল আলমের তত্ত্বাবধায়নে ‘কে হবে মাসুদ রানা’র চূড়ান্ত পর্বে মঞ্চে পারফর্মেন্স করবেন অভিনেতা ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা পূর্ণিমা ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম ।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমাদের সবসময়ের চাওয়া নতুনদের প্রাণবন্ত দেখা। তাদের উৎসাহ দিতে চেষ্টা করি আমি। সেজন্যই মঞ্চে তাদের উদ্দেশ্যে পারফর্ম করবো।

কোরিওগ্রাফার তানজিল আলম মাসুদ রানার প্রতিযোগীদের কোরিওগ্রাফের বিষয়টি দেখছেন। তিনি বললেন, চূড়ান্ত প্রতিযোগীরা অনেক পরিশ্রম করছেন তাদের মহড়া নিয়ে। একই সাথে ফেরদৌস ভাই, পূণিমা আপু এবং মিমের পারফর্মেন্স নিয়ে আমি খুবই এক্সাইটেড। দর্শকরা এবার নতুন এবং চমকপ্রদ পারফর্মেন্স উপভোগ করবে।

মন্তব্যসাতদিনের সেরা